Adhyapak Abdul Majid College


অধ্যাপক আবদুল মজিদ কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলীদের অবগত করানো যাচ্ছে যে, করোনা ভাইরাস মহামারী জণিত কারণে কলেজের ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা মোকাবেলার লক্ষ্যে আগামী ১০ মে,২০২০ খ্রি. তারিখের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সম্মানিত শিক্ষকগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। উল্লেখ্য যে , অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার কাজে সার্বিক সমন্বয়ের জন্য অত্র কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মোহাম্মদ মনিরুজ্জামান (০১৭৪৬৬৫১৬২৬, www.facebook.com/monir.ict.20 ) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ  করা হলো ।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ

ইমেইল:
onlineaamc@gmail.com

ফেইসবুক পেইজ :
www.facebook.com/aamc.official

ফেইসবুক গ্রুপ ( সেশন : ২০১৯-২০২০ ):
AAMC Session 2019-2020